নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির আগ্রহ ছিল না, এখনো নেই উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন ইসি আরেকটি হুদা মার্কা কমিশন। এ কমিশনে যাদের নাম দেখলাম, তাদের প্রত্যেকেই শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নতুন ইসি নিয়োগের প্রজ্ঞাপনের পর এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন।
নতুন ইসির অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপির এ নেতা জানান, শেখ হাসিনার অধীনে, তার করা কোনো কমিশনের অধীনে তারা নির্বাচন যাবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তাদের করা নিরপেক্ষ ইসি ও প্রসাশন হলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।
প্রসঙ্গত, আইন মেনে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ইসি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। ৫ সদস্যের ইসির অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
এমকে