সূচকের উত্থান, কমেছে লেনদেন

২২ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের উত্থান হলেও আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন, পরিমাণে ১৫৫ কোটি ১৫ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৪৭টির  এবং অপরিবর্তিত থাকে বাকি ৫৫টির।

তিন সূচকের মধ্যে  ডিএসইএক্স ২০ দশমিক ৭০, ডিএসইএস তিন দশমিক ৮৮ ও ডিএস-৩০ ৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে ডিএসইএক্স ছয় হাজার ৭৫৭ দশমিক ২৫ পয়েন্টে, ডিএসইএস এক হাজার ৪৩৬ দশমিক ৫৩ পয়েন্টে ও ডিএস-৩০ দুই হাজার ৫৩৮ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় ৬৫২ কোটি এক লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮০৭ কোটি ১৬ লাখ টাকার। মঙ্গলবার ১৫ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫১২টি শেয়ার এক লাখ ৫৮ হাজার ৭৪৮ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শীর্ষে উঠে আসে- লেনদেন হয়  ১০২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার, দর বেড়েছে তিন টাকা ২০ পয়সা। পক্ষান্তরে দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে ফাইন ফুডস লিমিটেড- দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯১ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর