প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে সমঝোতাসহ দুটি চুক্তি হতে পারে

২২ ডিসেম্বর ২০২১

প্রথমবারের মতো মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয়দিনের এ রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন হবে। বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক বাহন উপহার দেবে বাংলাদেশ।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ'র আমন্ত্রণে এ সফর করছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে চুক্তিতে সই করবেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  এর আগে প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক ও চুক্তির সই শেষে তারা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি  দেবেন। চুক্তি ও সমঝোতার মধ্যে থাকছে- দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দু’দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সালা নালিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিত এবং প্রধান বিচারপতি উপ আহমেদ মুতা-সিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন। মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেয়াসহ রাষ্ট্রীয় ভোজসভায় ও মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৭ ডিসেম্বর বিকালে ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর।

এমকে


মন্তব্য
জেলার খবর