আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় থাকবে, ততক্ষণ নতুন নির্বাচন কমিশন গঠনে সংলাপ করে কোনও লাভ নেই বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এও বলেছেন, আবারও সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করা হচ্ছে। বুধবার (২২ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা সদর মাঠে এক সমাবেশে এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠন ও সেই কমিশন নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে এ সংলাপ। এ নির্বাচন কমিশন গঠন করে কী হবে? বর্তমানে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই নির্বাচন-নির্বাচন খেলা করে লাভ হবে না, সংলাপ-সংলাপ করেও কোনও লাভ হবে না। তিনি জানান, ইংরেজিতে একটা কথা আছে– ‘ওল্ড ওয়ান অ্যা নিউ বোটল’ (পুরনো জিনিস নতুন বোতলে দেখানো)। সেটা করে কোনও কাজ হবে না। কারণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কোনোদিন সুষ্ঠু ও অবাধ হতে পারে না- যোগ করেন মির্জা ফখরুল।
এমকে