সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। বুধবার ফাইনাল ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ০-১ গোলে হারায় লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশের একমাত্র জয়সূচক গোলটি করেন আনাই মোগিনি। এ জয়ের ফলে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল মারিয়া মান্ডা বাহিনী। এ যেন বিজয়ের মাসে আরেক বিজয়
এদিকে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ টিমের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় তারা বলেন, এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান আশা প্রকাশ করেন।
ম্যাচের শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। বল দখলে নিয়ে খেলছিল তারা। ম্যাচের ১৪ মিনিটে ভারত শিবিরে প্রথম আক্রমণ সূচনা করে বাংলাদেশ। তবে সফল হয়নি। অনেকটা দূর থেকে শট নেন মারিয়া মান্ডা। ঝাঁপিয়ে পড়ে বল আটকান ভারতীয় গোলরক্ষক আংশিকা। তবে ধরতে পারেননি। বল পেয়ে যান তহুরা। তিনিও গোল লক্ষ্য করে শট নেন। তার শট আটকান ভারতের নির্মলা দেবি। অবশ্য বাংলাদেশের মেয়েরা গোললাইন পেরিয়েছে বলে দাবি করলেও রেফারি গোল দেননি।
এর পর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না বাংলাদেশ। ৭৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। রিপার ব্যাক হিলে মোগিনির দূরপাল্লার শট লাফিয়ে ওঠা বল গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।
পাঁচ দলের এই আসরে বাংলাদেশ কোনো গোল হজম করেনি। তবে দিয়েছে সবার চেয়ে বেশি ২০টি।
আরআই