মহিলাবিষয়ক অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবদেন করা যাবে মাধ্যমিক পাসেই

২৩ ডিসেম্বর ২০২১

মহিলাবিষয়ক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৩টি পদে মোট ৫০৪ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেস তারিখ ১১ জানুয়ারি,

 

যে পদগুলোতে আবেদন করা যাবে:

 

১. ডে-কেয়ার ইনচার্জ পদে ২৭ জনকে নিযোগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি অথবা এসএসসি পাসস হতে হবে। শিশুযত্ন কর্মসূচি ও নার্সিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)।

 

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬০ জন লোকবল নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

 

অফিস সহায়ক পদে ৪১৭ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)।

 

২১ ডিসেম্বর ২০২১ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

 

আরআই


মন্তব্য
জেলার খবর