কয়েন টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ডে নাম লেখালেন বরিশালের নিপা

২৩ ডিসেম্বর ২০২১

অধ্যবসায় মানুষকে সাফল্য এনে দেয়, এটা আবারও প্রমাণ করলেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানাতে পারেন তিনি। আর এর মাধ্যমেই বিশ্বে রেকর্ডের হিসাব রাখা প্রতিষ্ঠান গিনেস ওয়াল্ড- এ থাকা আগের আগের রেকর্ড ভেঙে সৃষ্টি করেছেন নতুন রেকর্ড। হাতে পেয়েছেন তাদের স্বীকৃতি সনদ। তার আগে এ রেকর্ড সৃষ্টি হয় ২০১৫ সালে, ১ মিনিটে ৬৯টি কয়েন দিয়ে এ টাওয়ার করেন রেকর্ড সৃষ্টিকারী। ইউটিওয়বে সেটা দেখেই এ টাওয়ার বানাতে উদ্বুদ্ধ হন নিপা। এদিকে গিনেস ওয়াল্ডের সনদ পাওয়ায় তার স্বামীসহ বাবা-মা এবং শুভাকাঙ্ক্ষীরাও বেশ উচ্ছ্বসিত, অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীদের অনেকেই।

নিপা (৩০) বরিশাল নগরের দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা ও রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ ও গৃহিণী মোসাম্মৎ পারভীন দম্পতির একমাত্র মেয়ে। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে মাস্টার্স পাশের পর বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করছেন। ভলান্টিয়ার হিসেবে যুক্ত রেখেছেন অনলাইনের একটি প্লাটফর্মে। ৪ বছর আগে বেসরকারি ব্যাংক কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সঙ্গে তার বিয়ে হয়। এখন স্বামীর সঙ্গে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কে বসবাস করছেন তিনি।

নিপার ভাষ্য, গত বছর দেশে করোনাকালীন লকডাউনের সময় ঘরে বসেই ভিডিওটি দেখতে পান তিনি। এরপর অনুশীলন শুরু করেন। গত আগস্টে এ বিষয়ে গিনেস ওয়াল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। নভেম্বরে অ্যাভিডেন্সসহ ‘কয়েন টাওয়ার’ তৈরির ভিডিওটি গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে পাঠান। নতুন রেকর্ড সৃষ্টির বিষয়টি নভেম্বরেই তাকে মেইলে জানিয়ে দেয় গিনেস ওয়ার্ল্ড। বুধবার তাকে সনদ দেয়া হয়। কয়েন জোগানো থেকে শুরু করে এ সংক্রান্ত যাবতীয় কাজে তার স্বামী তাকে সহযোগীতা করেন, জানান নিপা।

এমকে


মন্তব্য
জেলার খবর