লেনদেন বাড়লেও সূচকের পতন

২৩ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বুধবার লেনদেন বাড়লেও পতন দেখা গেছে সূচকের। কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর।

তিন সূচকের মধ্যে ডিএসইএক্স দুই দশমিক ৮১ পয়েন্ট কমে ছয় হাজার ৭৫৪ দশমিক ৪৪, ডিএসইএস দুই দশমিক ৬৩ পয়েন্ট  কমে এক হাজার ৪৩৩ দশমিক ৯০ ও ডিএস-৩০ দুই দশমিক শূন্য পাঁচ পয়েন্ট  কমে দুই হাজার ৫৩৬ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে।

শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৮৬টির, বেড়েছে ১৪২টির এবং বাকি ৪৯টির অপরিবর্তিত থাকে। লেনদেন হয় ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৬৫২ কোটি এক লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১৫ কোটি ৪৫ লাখ টাকা।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে স্টাইলক্রাফট লিমিটেড শীর্ষে উঠে আসে। শেয়ার লেনদেন হয়  ৯১ কোটি ৫৮ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৩ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর