ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি কাদায় মাখামাখি হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। কাদার মধ্যে হাস্যোজ্জ্বল শিশুদের সামনে কাদা মেখে অপু বিশ্বাসও স্মিত হাসি।
‘প্রেম প্রীতির বন্ধন’ চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ের সময় এভাবে কাদা মেখে ছবি তোলেন তিনি। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টা কাদাপানিতে মাখামাখি করে শুটিং করতে হয়েছে। শীতের মধ্যে কাদাপানিতে শুটিং করতে গিয়েও অন্য রকম আনন্দে মেতে ছিলেন অপু বিশ্বাস।
শীতের মধ্যে কাদা মাখা প্রসঙ্গে অপু বললেন, ‘শিল্পীদের জীবন তো সোনায় মোড়ানো নয়। বাইরে থেকে অনেক কিছু মনে হলেও, শিল্পীদের আসলে অনেক পরিশ্রম করে শিল্পী হতে হয়। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি শিল্পীদেরও রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ও নানা ধরনের কষ্ট সয়ে শুটিং করতে হয়। তাই এত সামান্য কিছুতে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হওয়া, সে তো দূর কি বাত!’
অপু বললেন, ‘আমাদের গানের সিকোয়েন্সের জন্য এ রকমই একটা পরিবেশ দরকার ছিল। তিন শ ফুট এলাকায় পরিচালক তা ব্যবস্থা করেন। যদিও ঠান্ডার মাত্রা বেশি ছিল, তারপরও বাচ্চাদের সঙ্গে নিয়ে এ ধরনের শুটিং করতে ভীষণ মজা পেয়েছি।’
আরআই