মন্তব্য
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিজের বাবাসহ এক ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু'জন হলেন- মমির উদ্দিন (৬৫) ও তার ছেলে রেজাউল করিম (৪০)। তাদের বাড়ি পঞ্চগড় জেলা শহরের মিঠুপুকুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে ছেলের সঙ্গে মমির উদ্দীন পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন। সংঘর্ষের সময় মহাসড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মো,সম্রাট হোসাইন/এমকে