আগামী জানুয়ারি থেকে জেলা, উপজেলাসহ দেশের সব স্থানেই বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বলেছেন, এ বিষয়ে এগ্রিমেন্ট হয়ে গেছে। চিকিৎসা, ওষুধ, টেস্ট, এক্স-রেসহ চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সবই বিনামূল্যে দেয়া হবে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের এক অনুষ্ঠানে বিষয়টি জানান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানী ঢাকায় মহানগর নাট্যমঞ্চে এ সংবর্ধনা ও সম্মাননার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি এলাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেয়া সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ঘর করে দেয়া হবে হবে বীর মুক্তিযোদ্ধাদের। বীর মুক্তিযোদ্ধারা মারা গেলে তাদের একই ধরণের নকশার কবরে সমাহিত করা হবে। তারা ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন এখন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মনিরুল ইসলাম মনু, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম, রাশেদ খান মেনন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এমকে