নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ করার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি- এমনটাই মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা সরকারের বিরুদ্ধেও বিষোদগার করে চলেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেন। গত ২০ ডিসেম্বর থেকে এ সংলাপ শুরু হয়েছে।
ওবায়দুল কাদের জানান, এ সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন সরকারের অধীনে হয় না, হয় ইসির অধীনে। সরকার এ ক্ষেত্রে ইসিকে সহযোগিতা করে মাত্র। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ব্যবস্থা ইসির অধীনে থাকে, ইসির নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করে। ইসি সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন আয়োজন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব। নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। সম্প্রতি মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে সে নির্বাচন কোনও দিন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।’
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার এ সংলাপে আন্তরিকভাবে সহযোগিতা করবে। আওয়ামী লীগ গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকাশিত জনগণের মতামতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম মাধ্যম নির্বাচন। সেই নির্বাচনি ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করতে কাজ করছে বর্তমান সরকার। খবর: বাসস
এমকে