ইউক্রেন-রুশ গেরিলাদের মধ্যে ফের যুদ্ধবিরতি

২৪ ডিসেম্বর ২০২১

অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই জানিয়েছে, ইউক্রেন, রাশিয়া ও আন্তঃসরকারি বেশ কয়েকটি সংস্থা পূর্ণমাত্রার যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি করতে একমত হয়েছে। চুক্তি হলে ইউক্রেন সরকার ও দেশটির পূর্বাঞ্চলে বসবাসরত রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

 

ইউক্রেনে অবস্থিত ওএসসিই’র চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ প্রতিনিধি এবং ত্রিপক্ষীয় যোগাযোগ গ্রুপের রাষ্ট্রদূত মিকো কিনুনেন সম্প্রতি এক বিবৃতিতে উচ্ছাস প্রকাশ করে বলেছেন, "২০২০ সালের ২২ জুলাই সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে শক্তিশালী করার জন্য আলোচনায় অংশগ্রহণকারীরা যে জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তাতে আমি খুবই খুশি।"

 

২০১৪ সাল থেকে ইউক্রেনের দনবাস এলাকায় রুশ বংশোদ্ভূত গেরিলা এবং ইউক্রেনের সরকারি সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়। ইউক্রেন সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দাবি করছে এই সংঘাতের পেছনে রাশিয়ার হাত রয়েছে। সংঘাতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। এই ইস্যুতে ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার ওপর বেশ কয়েক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বার বার পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করেছে।

 

 

২০২০ সালের জুলাই মাসে ইউক্রেন সরকার এবং রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হলে ২০২১ সালে দু'পক্ষের মধ্যে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে অভিযুক্ত করে আসছে।

 

নতুন চুক্তি সম্পর্কে মিকো কিনুনেন বলেন, যুদ্ধ বিরতির এই চুক্তি দু পক্ষের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন প্রায় পাঁচবার কন্টাক্ট লাইনের আশপাশের এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। ইউক্রেনের এই সংঘাত নিয়ে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্প্রতি সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর