‘আমাদের ফের কবে দেখা হবে?’

২৭ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। এসব ছাড়িয়ে সবার নজর কেড়েছে এক দম্পতির ভালোবাসা।

 

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে যায় এক জুটির বিদায়-মুহূর্তের ছবি। দু’জনে দু’জনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছেন। সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কত না বলা প্রতিশ্রুতি। সম্ভবত সেই আবেগে ভেসেই এ ছবি সবার হৃদয় ছুঁয়ে গেছে ফেসবুকের মাধ্যমে। আর সেই সাথে ঘুরছে চার লাইনের আবেগঘন ক্যাপশনও।

 

‘আমাদের ফের কবে দেখা হবে?

যুদ্ধ শেষের বছর খানেক পর...

যুদ্ধ কবে শেষ হবে?

যবে ফের আমাদের দেখা হবে...’

 

ছবিটি মূল এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা। ছবির ক্যাপশন কবি মাহমুদ দারউয়িশের কবিতার কিছু লাইন। রাশিয়া-ইউক্রেনের রাজনৈতিক সঙ্ঘাতের জেনে যে নৃশংসতার ছবি চারদিকে ছেয়ে গেছে, তার মাঝে এ ভালোবাসার ছবি যেন মানবতার একমাত্র আশার আলো। তাই দ্রুত ছবিটি ছেয়ে গেছে নেটমাধ্যমে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর