বেড়েছে লেনদেন

২৪ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বৃহস্পতিবার লেনদেন বেড়েছে। পতন ঘটেছে সূচকের। কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর।

দিন শেষে ডিএসইএক্স সূচক ৫১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ছয় হাজার ৭০২ দশমিক ৬১ পয়েন্টে, ডিএসইএস সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৪২৩ দশমিক ৬৪ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৪৫ পয়েন্ট কমে দুই হাজার ৫১১ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে।

শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৬১টির, বেড়েছে ৮২টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩৫টির। লেনদেন হয় ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে শীর্ষে থাকে ফরচুন শুজ লিমিটেড- ৫৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বৃদ্ধির শীর্ষে থাকে দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড- ৯ দশমিক ৯৪ শতাংশ দর বৃদ্ধি পায়।

এমকে


মন্তব্য
জেলার খবর