পুরানো আলুতে লোকসান হচ্ছে অর্ধশত কোটি টাকা

২৪ ডিসেম্বর ২০২১

পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:

বাজারে নতুন আলু ওঠায় চাহিদা কমছে পুরানো আলুর। এতে রংপুরের পীরগঞ্জের আলু চাষীরা প্রায় অর্ধশত কোটি টাকার লোকাসানের মুখোমখি হয়েছেন। বিক্রি না হওয়ায়  উপজেলার ৫ টি কোল্ড স্টোরেজে এখনো ৫৫ হাজার বস্তা আলু পড়ে আছে। আর বস্তার ভেতরে এখন অংকুরিত হচ্ছে আলুর চারা।

আলু চাষী, ব্যবসায়ী ও হিমাগার কর্তৃপক্ষ জানায়, গত মৌসুমে মেসার্স কৃষিকল হিমাগার, মেসার্স তছির উদ্দিন হিমাগার, মেসার্স শাহ ইসমাঈল গাজী ( রঃ), মেসার্স শাহ সুলতান হিমাগার, এবং আর ভি কোল্ড ষ্টোরেজ লিঃ মিলে ৫ টি কোল্ড স্টোরেজে ৫ লাখ ৮৫ হাজার ( ৮৫ কেজির বস্তা) আলুর বস্তা রাখেন চাষী ও ব্যবসায়ীরা। বাজারে এখন আগাম জাতের নতুন আলু ওঠায় পুরাতন আলুর দর নিন্মমূখী। ফলে কোল্ড স্টোরেজের আলু উত্তোলনে আগ্রহ হারিয়ে ফেলেছেন ভুক্তভোগীরা। এতে আলুর ক্রয় মূল্যসহ সংরক্ষণ পর্যন্ত খরচ বাদ দিলেও আলুর প্রকার ভেদে প্রতি বস্তায় লোকসান গুনতে হবে ৮ শ’ টাকা থেকে ১ হাজার ২শ’  টাকা।

উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আলু চাষী হাসান মাষ্টার, জহিরুল, দুরামিঠিপুরের প্রভাষক শাহানুর, হাসান প্রধান, এবং  ব্যবসায়ী  কাইয়ুম, বাদশা মিয়া ও নুরুজামান জানান, বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সব্জির আমদানির কারণে দাম কম এবং নতুন আলু ওঠায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে আড়তগুলোতে প্রতি বস্তা আলু বেচা-কেনা হচ্ছে ৫ শ’ থেকে ৭ শ’ টাকা দরে। আলুর বহুমূখী ব্যবহারে এ অঞ্চলে শিল্প-কলকারখানাসহ বিদেশে আলু রপ্তানির ব্যবস্থা থাকলে চাষী ও ব্যবসায়ীরা লাভবান হতেন।

আব্দুল হাকিম ডালিম/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর