নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করা শৈল্পিক স্বাধীনতা নয়, বরং এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মুসলমানদের পবিত্র অনুভূতিতে আঘাত করা হচ্ছে উল্লেখ করে পুতিন বলেন, নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করলে, যারা ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন- তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করা হয়। এটা ধর্মীয় স্বাধীনতারই লঙ্ঘন। কোনো ধরনের শিল্পের মধ্যে পড়ে না।
ফ্রান্সের বিতর্কিত সাময়িকী শার্লি হেবদোতে নাবীজির কার্টুন আঁকা ও প্রকাশেরও সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, এমন পদক্ষেপে প্রতিশোধের আগুনে ঘি ঢালা হয়। শৈল্পিক স্বাধীনতার নিজেরই একটি সীমা আছে। শৈল্পিক স্বাধীনতার কথা বলে অন্য স্বাধীনতায় আঘাত করা অনুচিত।
পুতিনের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নবী মোহাম্মদ (সা.)-কে অসম্মান করা কখনোই বাকস্বাধীনতা হতে পারে না। ইসলামবিদ্বেষ প্রতিরোধে আমাদের উচিত অমুসলিম দেশের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, ২০১৫ সালে নবী মোহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশ করে ফরাসি সাময়িকী শার্লি হেবদো। এর বিরুদ্ধে বিশ্বজুগে প্রতিবাদের ঝড় ওঠে।
আরআই