দালালের মাধ্যমে বিদেশে না যাওয়ার জন্য প্রবাসগামী ইচ্ছুকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ হিসাবে বলেছেন, তাদের দেখানো বিভিন্ন প্রলোভনে বিদেশে এসে অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী বেতন পান না, মানবেতর জীবন-যাপন করেন। অনেক সময় মৃত্যু হয়। পরামর্শ দিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেজ থেকে খোঁজ-খবর নিয়ে যাওয়ার, বৈধভাবে যাওয়ার চেষ্টা করার। জমি, বাড়ি বিক্রি করে যাওয়ারও দরকার নেই। বিদেশে যেতে ইচ্ছুকদের ঋণ দেয়ার ব্যবস্থা করেছে সরকার।
শুক্রবার (২৪ ডিসেম্বর) মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উদ্যোগে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশে আসতে চান, তারা যেন দালাল ধরে না আসেন। সারা দেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানে নিবন্ধন করার সুযোগ আছে। এ তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আছে। তার মাধ্যমে আসতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনও দরকার নেই। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে। ক্ষেত্রবিশেষে জামানত ছাড়া এ লোন দেওয়া হয়। ধীরে ধীরে সেই ব্যাংকেই লোন শোধ করা যাবে। এ সময় মালদ্বীপে থাকা প্রবাসীদের সমস্যগুলো স্বল্প সময়ের মধ্যেই সমাধানের কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, হত্যাকারীদের বিচার, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখন চলমান থাকার কথাও তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এমকে