মন্তব্য
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ৭৫৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে কুমলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করছিল সে।
আটক ব্যক্তির নাম শেখ ওহিদুল ইসলাম শেখ ওহিদ(৪০) ৷ সে রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র, একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব ৷
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককালে তল্লাশি চালিয়ে তার কাছে ৭৫৫ পিস ইয়াবা ও ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন পাওয়া যায়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে, তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে ৷
অমিত পাল/এমকে