মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৭৫ জনের। একই সময়ে মারা গেছেন একজন করোনা রোগী। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২৪ জন। শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সব মিলে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। মারা গেছেন ২৮ হাজার ৫৬ জন করোনা রোগী। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯২।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬০২টি,পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৯৯টি। শনাক্তের হার ২ দশমিক ১। মারা যাওয়া একজন পুরুষ, রংপুর বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
এমকে