মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও এর আশেপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় কোথাও কোথাও পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে সারাদেশেই। শনিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড হয়। বিভাগীয় শহর ঢাকায় ১৫.৪, রাজশাহী ১২ দশমিক ২, রংপুরে ১৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৯, সিলেটে ১৪ দশমিক ২, খুলনায় ১৪ দশমিক ৫, ময়মনসিংহে ১৩ এবং বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আর উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।
এমকে