বাণিজ্যমেলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

২৬ ডিসেম্বর ২০২১

সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে। এবার মেলা হবে ঢাকার অদূরে। পূর্বাচলে। মেলা উপলক্ষ্যে সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নেবে আরএফএল গ্রুপ।

 

কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা লাগবে না। সরাসরি ভাইভাতে নিয়োগ দেওয়া হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এইচএসসি পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

 

প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। এ ছাড়া প্রার্থীকে সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাণিজ্য মেলায় দীর্ঘক্ষণ কাজ করার মানসিকতা থাকতে হবে।

 

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি রঙিন ছবিসহ বায়োডাটা, সব পরীক্ষায় পাসের মূল সনদ, এসএসসি/ এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ফটোকপিসহ মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হবে।

ভাইভার জন্য যে ঠিকানায় আসতে হবে:

প্রপার্টি হাইটস, আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২১১।

 

আজ রোববার ও আগামী সোমবার সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকাল ১০টার মধ্যে স্মার্টফোন নিয়ে উপস্থিত হতে হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর