৮৩৮ ইউপিতে ভোট আজ

২৬ ডিসেম্বর ২০২১

দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (২৬ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। চতুর্থধাপের এ নির্বাচনে ৮০০ ইউপিতে ব্যালট এবং ৩৮টি ইউপিতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আগের দিনই সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিতে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে আগের সবগুলো ধাপেই ভোটের দিনে নির্বাচনি সহিংসতা ঘটার কারণে এ ধাপেও সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাদের পাশাপাশি প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ধাপে চেয়ারম্যান পদে ৪৮ ইউপিতে ভোট হচ্ছে না- প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী না থাকায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সিংহভাগই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া একইভাবে সংরক্ষিত সদস্য ১১২ ও সাধারণ সদস্য ১৩৫ জন নির্বাচিত হচ্ছেন।

এ ধাপে চেয়ারম্যান ৩ হাজার ৮১৪, সংরক্ষিত সদস্য ৯ হাজার ৫১৩ ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬ জন প্রার্থী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিলেও দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি। তবে তাদের স্থানীয় নেতাকর্মীদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোটার রয়েছেন ১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর