মন্তব্য
চীনের উহান থেকে শুরু হয় করোনাভাইরাসের সংক্রমণ। এরপর ধীরে ধীরে এ মহামারি সারাবিশ্বের ছড়িয়ে পড়েছে। কোনো দেশই রক্ষা পাইনি। টিকা প্রয়োগ করেও সংক্রমণ এখনও পর্যন্ত ঠেকানো যায়নি।
প্রাণঘাতি এ ভাইরাসটিতে সারাবিশ্বে এ পর্যন্ত ২৭ কোটি ৯৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ লাখ ১৩ হাজার ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ১০ হাজার ৯৭৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৭৭৯ জন।
আরআই