বৃদ্ধের কাছ ক্ষমা চাইলেন রণবীর

২৬ ডিসেম্বর ২০২১

বলিউডের আলোচিত নায়ক রণবীর কাপুর। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘৮৩’। সিনেমাটি মূলত ভারতীয় ‍ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে কপিল দেবের অধিনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

 

কপিল দেবের ভূমিকায় রণবীরের অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। তার অভিনয় দেখে আবেগে আপ্লুত দর্শকরা। ঠিক এমন সময় ভক্তরা পেলেন রণবীরকে। হুমড়ি খেয়ে পড়লেন পছন্দের অভিনেতাকে দেখতে। ভীড় পড়ে যায়। ভীড়ের ধাক্কা সমাল দিতে না পড়ে যান এক বৃদ্ধ ভক্ত। নজরে পড়ে রণবীরের। হাত বাড়িয়ে দেন নিজেই। বৃদ্ধকে টেনে তোলেন। ক্ষমাও চান তার কাছে।

 

শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি সিনেমা হলে ‘৮৩’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর সিং। রণবীরের এমন সাহাজ্য করা ভক্তদের মন ছুঁয়ে গেছে। সামাজিক মাধ্যমেগুলোতে প্রশংসায় ভাসছেন রণবীবর।

 

এদিকে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল পরিচালক কবীর খানের ‘৮৩’ ছবি। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনী দর্শকদের মন ভরিয়ে মুনাফালাভে প্রথম ধাপেই এগিয়ে গেল অনেকটা। জানা গেছে, ২৪ ডিসেম্বর সিনেমা মুক্তির দিনই ১৩ থেকে ১৫ কোটি ব্যবসা করে ফেলেছে রণবীর সিংয়ের এই ছবি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর