লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ভোটকেন্দ্রে জাল ভোট দিতে সহায়তা করায় দুই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী আজ রোববার (২৬ ডিসেম্বর) এ ভোটগ্রহণ চলছে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের।
প্রত্যাহার করা দুই প্রিজাইডিং অফিসার হলেন- গড্ডিমারী লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দেলোয়ার হোসেন ও মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শফিকুল ইসলাম। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান তাদের প্রত্যাহার করেন। কেন্দ্র দুটির সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়। হাতীবান্ধা উপজেলার রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার সামিউল আমিন প্রত্যাহার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাজু মিয়া/এমকে