রামপালে করোনার টিকা পাচ্ছে ১৪ সহস্রাধিক শিক্ষার্থী

২৬ ডিসেম্বর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

সারা দেশের মতো বাগেরহাটের রামপালেও ১২-১৭ বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেয়া হচ্ছে।  সবমিলে ১৪ হাজার ৮ শ’ ১৯ জন শিক্ষার্থীকে এ টিকা দেয়ার লক্ষ নির্ধারণ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ টিকা গ্রহণ করছেন শিক্ষার্থীরা, দেয়া হচ্ছে ফাইজারের টিকা।

রোববার (২৬ ডিসেম্বর ) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা নিতে দেখা গেছে ৷ এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ৷  উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল  বলেন, ২২  ডিসেম্বর থেকে শুরু হয়ে চলমান আছে এ টিকাদান কার্যক্রম।  আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে ৷ ধাপে ধাপে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করবো ৷

 

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর