আমিরাতের সবুজ তালিকায় নেই বাংলাদেশ

২৬ ডিসেম্বর ২০২১

সারাবিশ্বে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। ভাইরাসটির সংক্রমণ থামার যেন নাম নেই। বরং ক্রমশ বেড়েই চলেছে। বিভিন্ন ভ্যারিয়েন্টে কনভার্ট হচ্ছে। ডেলটার পর বর্তমানে ‍ওমিক্রন ছড়াতে শুরু করেছে। করোনার সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ৭৩ দেশের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত।

 

বিশ্বের ৭৩ দেশের ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে দেশটি। তবে নতুন এই হালনাগাদ দেশের তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের। শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ প্রকাশ করে।

 

হালনাগাদ তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধিনিষেধ ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে পৌঁছার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন। বাংলাদেশ সবুজ তালিকায় না থাকায় এ দেশ থেকে কেউ আরব আমিরাতে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর