শিশুসহ ১৯৮ বেসামরিক নিহত

২৭ ফেব্রুয়ারী ২০২২

গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ পর্যন্ত অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, রাশিয়ার হামলায় তিন শিশুসহ মোট ১৯৮ ইউক্রেনীয় নিহত হয়েছেন।

 

তিনি জানান, হামলায় ১ হাজার ১১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩ জন শিশুও রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কেবল বেসামরিক হতাহতের কথা উল্লেখ করছেন কি না, তা স্পষ্ট নয়। খবর রয়টার্সের।

 

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি ও কিয়েভে শনিবার সকালে ফের যুদ্ধ শুরু হয়। রয়টার্সের মতে, সুমিতে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে নিযুক্ত রয়েছে আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেনের রাজধানীতে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।


মন্তব্য
জেলার খবর