বছরের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহের আভাস

২৬ ডিসেম্বর ২০২১

দেশে জেঁকে বসেছে শীত। ক্রমেই কমছে দৈনিককার গড় তাপমাত্রা, বিশেষত উত্তরাঞ্চলে। বইছে পৌষের হিমেল হাওয়া। ভোরে নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় পড়ছে মাঝারি থেকে ঘন কুয়াশা। আর হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে  অন্য এলাকায় কোথাও কোথাও। চলতি ডিসেম্বর মাস এভাবে পার হলেও নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বলছে, ২-৩টি শৈত্যপ্রবাহ বইতে পারে এ মাসে। এর মধ্যে দুটি শৈত্যপ্রবাহ চলাকালে তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তাপমাত্রা ৪-৫ হলে আবহাওয়া অধিদফতরের হিসাবে সেটা তীব্র শৈত্যপ্রবাহ।

 আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসেও উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলসহ নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র পড়তে পারে হালকা  বা মাঝারি কুয়াশা।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রোববার জানানো হয়, সোমবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। হালকা কুয়াশা থাকতে পারে অন্যত্র। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস- তেঁতুলিয়ায়। বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৫.৫, চট্টগ্রামে ১৫.৫, সিলেটে ১৩.৭, রাজশাহীতে ১২,  রংপুরে ১৩,  খুলনায় ১৪.৫ ময়মনসিংহে ১২.৭ এবং বরিশালে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড  হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর