মন্তব্য
করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন চারজন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৬৮ জনের। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ২৪৭ জন। রোববার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬০ জন, ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯০।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ২৪৫টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭২টি। শনাক্তের হার এক দশমিক ৫৭। মারা যাওয়া চারজনের মধ্যে পুরুষ একজন, নারী তিনজন। বিভাগের মধ্যে ঢাকার তিনজন আর রাজশাহীর একজন আছেন। সরকারি হাসপাতালে তিনজন আর বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।
এমকে