ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনাভাইরাসে আক্রান্ত হননি, তবুও তাকে রাখা হয়েছে আইসোলেশনে। তার ১৪ বছর বয়সী মেয়ের শরীরে করোনা শানাক্ত হওয়ার পরই তাকে আইসোলেশনে রাখা হয়। রোববার থেকে আইসোলেশনে রয়েছেন তিনি।
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে আসেন। যে মুহূর্তে ইসরায়েলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে, তখন বেনেটের মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন।
বেনেটের অফিস সূত্রে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস।
ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ১১৮ জন ইসরায়েলি এতে আক্রান্ত হয়েছেন। প্রতি দুই দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
আরআই