পর্ন তারকা হিসেবে বেশি পরিচিত ছিলেন। এখন আইটেম গানে তার জুড়ি মেলাভার। সিনেমায় অভিনয়েও ভালো নাম কামিয়েছেন। বলিউডে জনপ্রিয় নায়িকাও হয়ে উঠেছেন। তিনি সানি লিওন। মাঝে মধ্যে তার কাজ বিতর্কের সৃষ্টি করে। তাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না।
এবার সরাসরি তাকে ‘হুমকি’ দিয়ে বসলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। কিছুদিন আগেই যার ‘হুমকি’র জেরে বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়কে একটি বিজ্ঞাপনের ছবি প্রত্যাহার করতে হয়েছিল।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র রোববার বলেন, সানি লিওনকে তার নাচের ভিডিও নেটমাধ্যম থেকে সরিয়ে নিতে হবে। ৭২ ঘণ্টার সময়ও বেধে দিয়েছেন।
১৯৬০-এ মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিওতে দেখা যায় সানিকে, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে গত কয়েক দিন ধরেই। উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরা রীতিমতো ক্ষুব্ধ।
তাদের অভিযোগ, রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে। শুধু তাই নয় মথুরার পুরোহিতদের দাবি, সানির ভিডিওটি নিষিদ্ধ করা হোক। এ ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপরই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম এমন হুমকি দিলেন।
নরোত্তম বলেছেন, এ গানটিতে খোলামেলা পোশাকে নাচ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সানি। গানটি যারা রিমেক করেছেন, সেই শারিব-তোশির বিরুদ্ধেও এনেছেন একই অভিযোগ। ৭২ ঘণ্টার মধ্যে এই ‘অশ্লীল’ ভিডিও সরিয়ে ফেলার ‘হুমকি’ দিয়েছেন বিজেপি মন্ত্রী।
আরআই