দুই বাড়িতে আগুন, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা

২৭ ফেব্রুয়ারী ২০২২

এম.এ জিন্নাহ, চাটমোহর (পাবনা):
পাবনার চাটমোহরে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে দুই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী দুই পরিবার মিলে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ডিবিগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ও মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের বাড়িতে রাত ৮টার পরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রান্না ঘরের আগুন থেকে রেজাউল করিমের বাড়িতে আগুন ধরে। এতে তার দুটি টিনের ঘর পুড়ে যায়। ঘরের মধ্যে খাট, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র, পোশাক আর ফসলাদি ছিল। সেগুলো কোনোটাই বের করতে পারেনি, ছাই হয়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে তার। আগুন লাগার বিষয়টি জাতীয় জরুরি সেবা- ৯৯৯ নম্বরে ফোন করে জানান শক্তি ফাউন্ডেশনের চাকুরে কৃঞ্চ আইস। কিন্তু ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর যখন চাটমোহর ফায়ার সার্ভিস পায়, তার আগেই দুই ঘর পুড়ে যায়। স্থানীয়রা যখন ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, তখন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কৃঞ্চ আইস ৯৯৯ নম্বরে ফোন দেন। এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বর আ.মতিন।

অন্যদিকে মনোয়ারা বেগমের বাড়িতে আগুন লাগার সম্ভাব্য কারণ শর্ট সার্কিট। এতে তার একটি টিনের ঘর পুড়ে যায়। তবে পুড়ে যাওয়ার আগেই ঘরটির ভেতরে থাকা জিনিসপত্র ও নগদ টাকা বের করায় ক্ষতি কম হয়েছে। তারপরও লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। স্থানীয়দের কাছে থেকে আগুন লাগার খবর পেয়ে মনোয়ারা বেগমের বাড়িতে গিয়েছিল ফায়ার সার্ভিস। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বর আ.কুদ্দুস।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর