ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের যেন ঝড় তুলেছে ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটিকে ৬-৩ হারিয়েছে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। দিনের অন্য ম্যাচে ছন্দে ফেরা আর্সেনাল উড়িয়ে দিয়েছে নরউইচকে। আন্তোনিয়ো কন্তের দল টটেনহ্যাম হটস্পারও পেয়েছে জয়।
তবে ইপিএলের সেরা লড়াই হিসেবে চিহ্নিত হয়ে থাকল ম্যান সিটি বনাম লেস্টার সিটির লড়াই। ম্যাচের মাত্র ২৫ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় মানচেস্টার। প্রথম গোলটি আসে ৫ মিনিটের মধ্যেই। পরের গুলো যথাক্রমে ১৪, ২১ ও ২৫ মিনিটে। গোলগুলো করেন যথাক্রমে রিয়াদ মাহরেজ়, গুন্দোয়ান ও রাহিম স্টার্লিং। মাহরেজ় ও স্টার্লিং গোল করেন পেনাল্টি থেকে। তখনও কেউ কল্পনা করতে পারেননি, বিরতির পরে পাল্টা আঘাত হানবে ব্রেন্ডন রজার্সের দলও।
৫৫ মিনিটে লেস্টারের হয়ে প্রথম গোল করেন ম্যাডিসন। পরে ৫৯ মিনিটে লুকম্যান ও ৬৫ মিনিটে কেলিচি গোল করে ম্যান সিটি রক্ষণকে প্রবল চাপে ফেলে দেন। তবে সেই সাময়িক ধাক্কা সামলে ফের ভয়ঙ্কর হয়ে ওঠে সিটি। ৬৯ মিনিটে লাপোর্তে ও ৮৭ মিনিটে ফের স্টার্লিংয়ের গোলে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে থাকা আরও জোরদার করল ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রাহিম স্টার্লিংরা।
পিছিয়ে ছিল না মিকেল আর্তেতার আর্সেনালও। তারা ৫-০ হারিয়েছে নরউইচ সিটিকে। পাঁচ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। নিজের দ্বিতীয় গোল ৬৭ মিনিটে। বাকি গোলদাতারা হলেন কায়রন তিয়ের্নে, আলেকজান্ডার ল্যাকাজ়েট ও এমিল স্মিথ। ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে চারে।
করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা স্টিভন জেরার। তার দল অ্যাস্টন ভিলা ঘরের মাঠে হারল থোমাস টুহলের চেলসির বিরুদ্ধে। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে জর্জিনহো গোল করে এগিয়ে দেন চেলসিকে। তার দ্বিতীয় গোলও পেনাল্টি থেকে সংযুক্ত সময়ে। অন্য গোল লুকাকুর। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।
ছন্দে ফিরেছে আন্তোনিয়ো কন্তের টটেনহ্যামও। ৩২ মিনিটে প্রথম গোল করেন হ্যারি কেন। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান লুকাস মাউরা। ৭৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন সন হিয়ুং মিন। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে টটেনহ্যাম।
আরআই