বেড়েছে শনাক্ত, কমেছে মৃত্যু

২৭ ডিসেম্বর ২০২১

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায়  শনাক্ত হয়েছেন ৩৭৩ জন, মারা গেছেন একজন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ২৬৮ জন, মারা যায় চার জন। স্বাস্থ্য অধিদফতরের সোমবার (২৭ ডিসেম্বর) ও রোববারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬১ জন, ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৮।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৩ জন করোনা রোগী। শনাক্তের হার দুই দশমিক ১৬। নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ২২টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৭১টি। মারা যাওয়া একজন নারী, ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর