বড়দিনের উৎসবে সবাই ব্যস্ত। এরই মধ্যে বৃটেনের রাজপ্রাসাদে অস্ত্র নিয়ে ঢুকে পড়েন এক যুবক। রবিবার পুলিশ জানিয়েছে, বড়দিনে লন্ডনের উইনসর প্রাসাদের নিরাপত্তা বলয় ডিঙিয়ে চত্বরে ঢুকে পড়েছিল উনিশ বছরের সশস্ত্র এক তরুণ। প্রাসাদ চত্বর থেকেই গ্রেফতার করা হয়েছিল ওই তরুণকে।
বড়দিনের মরসুমে খোদ রানি দ্বিতীয় এলিজ়াবেথের সঙ্গে ওই দুর্গে উৎসব উদ্যাপন করছিলেন যুবরাজ চার্লস, তার স্ত্রী ক্যামেলিয়া ও রাজপরিবারের আরও কয়েক জন সদস্য। তারা সবাই সুরক্ষিত রয়েছেন।
টেমস ভ্যালি পুলিশের সুপারিন্টেনডেন্ট রেবেকা মিয়াজ় জানান, ওই তরুণ আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়া এবং ‘প্রাণঘাতী অস্ত্র’ সঙ্গে রাখা।
রেবেকা আরো বলেন, ‘‘আমরা নিশ্চিত করে বলতে পারি, ছেলেটি মাটিতে পা রাখার মুহূর্তেই সতর্কতা-ব্যবস্থাপনা সজাগ হয়ে গিয়েছিল। সে আর কোনও ভবনে ঢুকতে পারেনি। সাধারণ মানুষের সুরক্ষায় ব্যাঘাত ঘটার মতো বড় কিছু এর পিছনে নেই বলেই মনে করা হচ্ছে।”
বৃটেনের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, তির-ধনুকের মতো কিছু নিয়ে ওই তরুণকে দেখতে পেয়েছিলেন নজরদারি ক্যামেরায় চোখ রাখা কর্মকর্তারা। তারপরই তাকে ধরা হয়। তবে অস্ত্রটি কী, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি পুলিশ। খোলসা করা হয়নি, তিনি ঠিক কোথায় ছিলেন। আর খাস দুর্গের কতটা কাছাকাছি চলে যান। শুধু বলা হয়েছে, তার সঙ্গে ছিল ‘প্রাণঘাতী অস্ত্র’।
আরআই