ইট-পাথর-কনক্রিটের শহর। সবুজের সমারোহ মেলা ভার। পাখির কলকাকলি তো ভাবা যায় না। তবুও পাকিস্তানের লাহোরে মিলছে পাখির কিচিরমিচির। এর মূল কারণ ইস্তাম্বুল চক বার্ড হাউজ।
শহরের বহু বাসিন্দা বলছেন, ‘ছোট থেকেই শহরের অলিগলিতে ঘোরাফেরা। তবুও পুরোপুরি চেনা লাগছিল না লাহোর। যেখানে সবুজ গাছ গাছালি নেই, সেখানে এতো পাখির কিচিরমিচির। লাহোরকে এখন অচেনা লাগে।’
তাদের মতে, শহরের প্রাণকেন্দ্রে হাজার হাজার পাখির বাসা গড়ে ওঠার পর থেকেই ভোল বদলেছে লাহোরের। শহুরে ব্যস্ততার ভিড়েও ঝাঁকে ঝাঁকে পাখিদের আনাগোনা বেড়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুরস্কের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসাবে গড়ে তোলা হয় এ বার্ড হাউজ। এ সৌধের জেরেই এতো পাখির আনাগোনা। লাহোরে ঐতিহ্যবাহী স্থাপত্যের অভাব নেই। ইস্তানবুল চকের একেবারে মাঝে গড়ে ওঠা এ স্থাপত্য সবকিছুর থেকে আলাদা। এর ফলে শহরের রূপ একেবারে বদলে গেছে।
২০১৫ সালে ইস্তানবুল চকে এই সৌধের উদ্বোধন করা হয়েছিল। দূর থেকে দেখলে মনে হয়, একটি গাছ যেন ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে, একটি দীর্ঘকায় স্থম্ভের উপরে ছোট ছোট আকারের পাখির বাসা।
ছোট ছোট পাখির বাসা একত্রে থাকায় প্রতি দিনই তাতে পাখিদের ভিড় দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা জানিয়েছেন, এই বাসাগুলিতে সবধরনের পাখিই দেখা যায়। তবে পায়রার সংখ্যাই বেশি। সউদ্যোগে এদেরকে খাবার দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আরআই