পঞ্চগড়ের ১০ ইউপির ৭টিতেই নৌকার প্রার্থী জয়ী

২৭ ডিসেম্বর ২০২১

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী- এ  দুই উপজেলা মিলে ১০ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭টি ইউপিতেই জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। বাকি ৩টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর (রোববার) এসব ইউপিতে ভোট হয়। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে, বোদা উপজেলায় ৯টি ইউপিতে ভোট হয়। এর মধ্যে ৬টিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। আর আটোয়ারী উপজেলায় ভোট হয় একটি ইউপিতে, সেখানেও জয় পেয়েছেন আ.লীগের মনোনীত প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থীরা হলেন- বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে আব্দুল মোমিন, মাড়েয়া বামনহাট ইউনিয়নে আবু আনছার মো. রেজাউল করিম শামীম, ময়দানদিঘী ইউনিয়নে আব্দুল জব্বার, চন্দনবাড়ী ইউনিয়নে নজরুল ইসলাম, সাকোয়া ইউনিয়নে হাফিজুর রহমান, পাঁচপীর ইউনিয়নে অজয় কুমার রায় এবং আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন।

অন্যদিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. সাহেব আলী (চশমা), বোদা সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অখিল চন্দ্র ঘোষ শিষা (মোটরসাইকেল) ও বড়শশী ইউনিয়নে জামায়াত সমর্থিত সতন্ত্র প্রার্থী (চশমা) আব্দুর রহিম।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১০টি ইউনিয়নে ৯০টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ৭৩৩ জন। নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮৮ জন।

 

মো.সম্রাট হোসাইন/এমকে 

 


মন্তব্য
জেলার খবর