রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আ. জলিল মারা গেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টা ১৫ মিনিটে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার মৃত্যু হয়। এর আগে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে এ কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর ৷ তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীর পিতা ৷
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভূগছিলেন ৷ তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা তার বাড়িতে ছুটে যান ৷ বিকাল ৪ টায় স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্াদায় তার নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ৷ জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের পক্ষ থেকে বাগেরহাটের সব উপজেলায় ৩ দিনের শোক পালনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে ৷ কর্মসূচির মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও তার স্মৃতিচারণ ৷
অমিত পাল/এমকে