ভারতের উত্তরপ্রদেশে এক সুগন্ধি ব্যবসায়ীর বাড়ি থেকে ১ হাজার কোটি রুপির সোনা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম পীযূষ জৈন। দেশটির ডিরেক্টরেট জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টেলিজেন্স (ডিজিজিআই) এ অভিযান পরিচালনা করে।
পিযুষের কানপুরের বাড়ি থেকে ১৮৭ কোটি রুপি নগদ উদ্ধার করা হয়। এরপর কনৌজ থেকে আরও ৫ কোটি রুপি নগদ, ১২৫ কেজি সোনা ও মহামূল্যবান নথি উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি।
কনৌজে পীযূষের বাড়ির দেয়ালে সেটে রাখা ছিল সোনা। সেখান থেকে খসে পড়ছে এগুলো। মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিল। এ পর্যন্ত বাড়িটি থেকে ১২৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
ডিজিজিআই ৩৫০টি ফাইল ও ২৭০০টি নথি বাজেয়াপ্ত করেছে। পীযূষের বেডরুমের খাটের ভেতর লুকানো ছিল নগদ রুপি আর খাটের নিচে ছিল লকার, সেগুলো উদ্ধার করা হয়েছে।
বাড়ির উঠান থেকে ৫০০টি চাবি উদ্ধার করা হয়েছে। এতোগুলো চাবি থেকে সঠিক চাবি বের করতে পারেনি ডিজিজিআই টিম। ৪ ঘন্টার চেষ্টা ব্যর্থ হয়। পরে তালা ভাঙতে একডজক স্পার্টকে ডাকা হয়। মাটির নিচেও লুকানো ছিল টাকা। মাটি খুড়ে বের করা হয় টাকার বান্ডিল। মাটি খুড়তেও লেগেছিল মজুর।
এদিকে সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনকে গ্রেফতার করা হয়েছে। আয়কর টিমের অভিযানের প্রথম দিনই প্রায় ২৪ ঘণ্টা ধরে জৈনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৮৭ কোটি ৪৫ লাখ রুপি। এরপর তার বাড়ি ও কারখানা থেকেও আরও ১০ কোটি রুপি নগদ উদ্ধার হয়।
আরআই