রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। এতে বড় পতন হয়েছে সূচকের। এদিকে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে- পরিমাণে ৮৩ কোটি ৮২ লাখ টাকা। অন্যদিকে সূচক আর লেনদেনের ক্ষেত্রে একই ধরণের চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩০০টির, বেড়েছে ৪৭টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩১টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৭২ দশমিক ৭৩ পয়েন্ট কমে ছয় হাজার ৬২৯ দশমিক ৮৭ পয়েন্টে, ডিএসইএস ১৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে এক হাজার ৪০৮ দশমিক ৮৬ পয়েন্টে ও ডিএস-৩০ ২৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে দুই হাজার ৪৮৮ দশমিক শূন্য চার পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হয় ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকার। রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড-১৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বৃদ্ধির শীর্ষে ওঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন- ১২ দশমিক ৩৪ শতাংশ দর বৃদ্ধি পায়।
অন্যদিকে সিএসইতে সিএসসিএক্স ১৫৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৬ দশমিক ১৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬১ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৯ হাজার ২৬৮ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে অংশ নেয়া ২৯৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৩২টির, বেড়েছে ৪৮টির এবং বাকি ১৭টি অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪৮ কোটি ৯৬ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ৯ কোটি ২১ লাখ টাকা।
এমকে