বিপিএলে দল পাননি আশরাফুল-নাসির

২৭ ডিসেম্বর ২০২১

নতুন বছরের পূর্ণ আমেজে শুরু হতে বঙ্গবন্ধ বিপিএলের অষ্টম আসর। বিপিএলকে সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। ড্রাফট থেকে বিপিএলে অংশগ্রহণকারী ৬টি দল পছন্দ অনুযায়ী খেলোয়াড় বাছাই করেছে। এখন মাঠে নামার অপেক্ষা। নতুন বছরের ২০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল।

 

ছয় দলই ১০ জন দেশীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। তবে ১৩ জন পর্যন্ত দলে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই সেটা করেনি।

 

নামী-দামী অনেক ক্রিকেটারই দল পেয়েছেন। তবে দল পাননি বছরজুড়ে আলোচনায় থাকা নাসির হোসেন। এছাড়া দল পাননি লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর