বাংলাদেশ পরমাণুশক্তি নিয়ন্ত্রণ কর্তৃপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি দুটি পদে জনবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। ডাক বা কুরিয়ার সার্ভিসযোগে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি, ২০২২।
১. সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার) পদে নিয়োগ দেওয়া হবে ২ জন। প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি, এমফিলসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
২. কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। প্রর্থীকে বিজ্ঞান বিষয়ে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
সরকারনির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এই ওয়েবসাইটে (www.baera.gov.bd)। আবেদনপত্র অফিস চলাকালে জিইপি, রেজিস্ট্রি ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে। প্রার্থীকে খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মুখ্য প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণুশক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আরআই