চালের দাম বৃদ্ধির পেছনে গমকে দূষলেন কৃষিমন্ত্রী

১১ জানুয়ারী ২০২২

দেশে চালের দাম বৃদ্ধির পেছনে গমের দাম বেড়ে যাওয়াকে দোষারোপ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, আটার দাম বাড়ায় চালের দিকে ঝুঁকছে মানুষ। এটা চালের দাম বৃদ্ধির অন্যতম একটা কারণ। তাছাড়া দেশে আশ্রয় দেওয়া ১০ লাখ রোহিঙ্গা, প্রতিবছর ২২-২৪ লাখ নতুন মুখ যোগ হওয়া, অ্যানিমেল ফিড হিসেবে চালের ব্যবহার ও কিছুটা মুদ্রাস্ফীতির কারণেও চালের দাম কিছুটা বেশি। মঙ্গলবার (১১ জানুয়ারি)  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ‘সপ্তম ডি-৮ মিনিস্ট্রিয়াল মিটিং অন অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী আরও জানান, বাজারে গেলে চাল পাওয়া যায় না বা মানুষ কিনতে পারে না- এমন পরিস্থিতি নেই। দেশে খাদ্যের কোনও সংকট নেই। বাজারে পর্যাপ্ত চাল রয়েছে। তিনি জানান, সবসময় গমের দাম কম থাকে। আর আটার দাম কম থাকলে মানুষ আটা খায়। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর