ভোটে এগিয়ে স্বতন্ত্র

২৮ ডিসেম্বর ২০২১

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপের মতোই চুতর্থ ধাপে চেয়ারম্যান পদে ভোটে আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরা জয় বেশি পেয়েছেন। তবে তৃতীয় ধাপের চেয়ে চতুর্থ ধাপে কমেছে জয়ের ব্যবধান। যদিও সার্বিক ফলাফলে ( ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতা) এগিয়ে আছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই। চতুর্থ ধাপে ভোট হওয়া ৭৯৭টি ইউপির মধ্যে ৩৮৯টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী, বাকি ৩৫০টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। তৃতীয় ধাপে ভোটে ৪৪৫টি ইউপিতে স্বতন্ত্র ও ৪২৬ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় পান। দুই ধাপের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যানুযায়ী, জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীদের একটা বড় অংশ আওয়ামী লীগেরই স্থানীয় নেতা-কর্মী। দল থেকে মনোনয়ন না পাওয়ায় ‘বিদ্রোহী হয়ে’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। দলের সিদ্ধান্ত অমান্য করায় ভোটের আগেই দলীয় পদ থেকে এদের অব্যহতি দেয় আওয়ামী লীগ। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় একদিকে যেমন আওয়ামী লীগের প্রার্থীদের জয় সহজ হয়েছে, শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকায়। অন্যদিকে তেমনি স্বতন্ত্রদেরও জয় সহজ হয়েছে। কৌশলে নৌকা প্রতীককে পরাজিত করতে বিএনপির সমর্থকরা স্বতন্ত্রদের ভোট দিয়েছেন।   

এখন পর্যন্ত চার ধাপে অনুষ্ঠিত দুই হাজার ৯৮৭টি ইউপির নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এর ভেতরে ভোট হওয়া ইউপিগুলোর মধ্যে এক হাজার ৩৭৭টিতে আওয়ামী লীগের ও এক হাজার ২৪৯টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন । আর ৩০০টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন প্রার্থী। এর মধ্যে ২৯৭ জনই আওয়ামী লীগের ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। এ হিসাবে এক হাজার ৬৭৪ ইউপিতে আওয়ামী লীগ ও এক হাজার ২৫২ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোট হয়। এ ধাপে ৮৩৬টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করে নির্বাচন। এর মধ্যে ৪৮ ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়নি একক প্রার্থী থাকার কারণে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়া প্রার্থীদের ৪৬ জনই আওয়ামী লীগের। তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয় ৯৯ ইউপিতে। দ্বিতীয় ধাপে ভোট হওয়া ৮৩৪টি ইউপির মধ্যে ৪০৫টিতে আওয়ামী লীগ ও ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। ৮১ জন প্রার্থী চেয়ারম্যান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দুই বারে অনুষ্ঠিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোটে আওয়ামী লীগের ১৯৬ জন ও  ৮৫ জন  স্বতন্ত্র  প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে চেয়ারম্যান হয়  ৭১ জন, তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর