সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। এতে বড় উত্থান হয়েছে সূচকের। তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন, পরিমাণে ১৪০ কোটি ৫১ লাখ টাকা। অন্যদিকে একই ধরণের চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে।
ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৪২টির এবং বাকি ৪০টির দর অপরিবর্তিত থাক। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৬৯ দশমিক ২১ পয়েন্টে, ডিএসইএস আট দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১৭ দশমিক ৬৩ পয়েন্টে ও ডিএস-৩০ ১৬ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫০৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হয় ৭৪৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৮৫ কোটি ৬১ লাখ টাকা। সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ৬৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেয়া ২৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩৮টি। প্রধান সূচক সিএসসিএক্স ৯২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৬৮ দশমিক ৮৭ পয়েন্টে ও সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪২১ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কম হয় ১৪ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেন হয় ৪৩ কোটি ৭১ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ১৮ লাখ টাকা।
এমকে