জনপ্রিয় শিল্পী-সংগীত শিল্পী ও পরিচালক হৃদয় খান। বাংলা গানের জগতে তরুণদের মনজয় করা শিল্পীদের মধ্যে অন্যতম। তার কণ্ঠে অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। এবছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘ভালোবাসা কী’।
গানটির কথা লিখেছেন অভিনেত্রী ও লেখক শানারেই দেবী শানু। ৫ নভেম্বর শানুর কথায় প্রথম গান ‘শূন্য হৃদয়’ প্রকাশ করেন হৃদয়। গানটি বেশ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় আবারো দুজন এক হয়ে গানটি বাঁধলেন।
সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন গানের খবরটি জানান হৃদয়। ভিডিওতে গানটির গীতিকার শানুও হাজির হন। গানটি নিয়ে হৃদয় খান বলেন, এটা পুরোপুরি রোমান্টিক একটি গান।
গানটি নিয়ে শানু বলেন, আমি খুবই সম্মানিত যে আবারো হৃদয় খানের জন্য গান লিখতে পেরেছি। এর আগে আমি তার জন্য ‘শূন্য হৃদয়’ গানটি লিখেছি, যা ছিল কবিতার মতো। তবে ‘ভালোবাসা কী’ খুব সহজ-সরল-সাবলীল ভাষায় করা হয়েছে। নতুন বছরে শ্রোতাদের জন্য এটা আমাদের বিশেষ উপহার।
আরআই