বেড়েছে শনাক্ত, মৃত্যুতে স্থিতি

২৮ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা। শনাক্ত হয়েছেন ৩৯৭ জন এবং মারা গেছেন একজন। আগের ২৪ ঘণ্টায় ৩৭৩ জন শনাক্ত এবং একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতরের মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ও সোমবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। এর মধ্য মারা গেছেন ২৮ হাজার ৬২ জন।  ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪টি।   শনাক্তের হার ১৩ দশমিক ৮৬।               

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪ জন। দুই দশমিক ১০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯৪১টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি।  মারা যাওয়া একজন  নারী, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঢাকা বিভাগের বাসিন্দা তিনি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর