খালেদাকে বিদেশে পাঠানোর আইনগত সুযোগ নেই

২৮ ডিসেম্বর ২০২১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনগত কোনও সুযোগ নেই। এ বিষয়ে পাঠানো মতামতে এমন কথা বলছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী কামাল।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতির বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপরই  অনুমতি দেয়ার বিষয়টি আইনসম্মত হয় কিনা- জানতে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মানবিক দিক বিবেচনা করেই তার (খালেদা জিয়া) দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের যে কোনও হাসপাতালে প্রয়োজন মতো চিকিৎসা নিতে পারবেন, এ ধরনের নির্দেশনা দেয়া হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর